রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গুলি করে দেশ স্থিতিশীল করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

গুলি করে দেশ স্থিতিশীল করা যাবে না

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বলয় থেকে জাতিকে উদ্ধার করার জন্য প্রয়োজন ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’র উত্থান। তিনি বলেন, দেখামাত্র গুলি, আত্মরক্ষায় গুলির যত নির্দেশনাই দেওয়া হোক- দেশকে স্থিতিশীল করা যাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। কারণ দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা শক্তি প্রয়োগে নিয়ন্ত্রণ করা যাবে না। অতিরিক্ত শক্তি প্রয়োগ, বল প্রয়োগ ক্রমাগতভাবেই রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলবে। সরকার জনগণের ওপর আস্থা হারিয়ে পুলিশের ওপর আস্থা স্থাপন করেছে- যা ভয়ঙ্কর ও ভয়াবহ। দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরহাট ‘জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত সিপাহি জনতার গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আ স ম রব আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতি, অবাধ নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন ও জনগণের সম্মতি-সমর্থনের ভিত্তিতে জাতীয় ঐক্য ছাড়া মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের আর কোনো বিকল্প নেই। রাষ্ট্র নির্মিত হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে কারও খেয়াল-খুশিমতো নয়। আবদুল লতিফ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এম এ গোফরান, অসিত কুমার দেবনাথ, শেখ নজরুল ইসলাম, এ কে এম মুজিবুর রহমান প্রমুখ। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, ৭ নভেম্বরে জেএসডি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতান্ত্রিক জাতীয় সরকার গঠনের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছিল। এই ডাকে সবাই এগিয়ে এলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, জাতিকে বার বার সংকটে পড়তে হতো না। কিন্তু জিয়াউর রহমান ৭ নভেম্বরের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে সামরিক শাসন জারি করেছিলেন। এ দিয়ে সে দিন সংকটের সমাধান হয়নি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ।

 

সর্বশেষ খবর