রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পৌর নির্বাচনে যাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

পৌর নির্বাচনে যাবে বিএনপি

দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার প্রশ্নই আসে না। খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে গতকাল সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন। সেখানে তারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান। একইভাবে সারা দেশে দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। কিছু কিছু এলাকায় বাধা দেওয়ার অভিযোগ করেছে দলটি। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এর আগে আমরা ছয় সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলাম। সরকারের ব্যবহার দেখেছি। সরকারের সেই ব্যবহার অব্যাহত থাকলে তা প্রতিহত করতে হবে। দেশে এখন গণতন্ত্র নেই, রাজনীতিও নেই। যতটুকু আছে তা নিয়ন্ত্রিত। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন অব্যাহত থাকবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া জাতীয় সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন মওদুদ আহমদ। তিনি বলেন, ‘কে কী বলল, আসে যায় না। আমরা চেষ্টা করছি, বাংলাদেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে।’ চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ৭ নভেম্বর উপলক্ষে নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যানে ফুল দিতে পারেননি বিএনপি নেতা-কর্মীরা। পুলিশি বাধায় সেখানে প্রবেশ করতে না পারলেও পাশেই এক সমাবেশ করা হয়। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন সরকারের উদ্দেশে বলেন, বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করবেন না। এদিকে উত্তর জেলা বিএনপির কর্মসূচিতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে সকালে নগরীর ভুবন মোহনপার্ক শহীদ মিনারে পায়রা ও বেলুন উড়িয়ে ৭ নভেম্বর কর্মসূচির উদ্বোধন করা হয়।

সর্বশেষ খবর