সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দলীয়ভাবে স্থানীয় নির্বাচনে জাতি প্রস্তুত নয়

শফিকুল ইসলাম সোহাগ

দলীয়ভাবে স্থানীয় নির্বাচনে জাতি প্রস্তুত নয়

মোস্তফা জামাল হায়দার

জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ মুহূর্তে দলীয় প্রতীকে নির্বাচনের জন্য জাতি প্রস্তুত নয়। এটা করতে হলে অন্তত দুই বছর আগে এ পরিকল্পনার কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশে ঘোষণা করা উচিত ছিল। তবু আমাদের দল জাতীয় পার্টি এ নির্বাচনে অংশগ্রহণ করবে। আশা করব, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হতে পারে সে জন্য সরকার ও নির্বাচন কমিশন সর্বাক প্রয়াস গ্রহণ করবে। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা আবশ্যক। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মোস্তফা জামাল হায়দার বলেন, সাম্প্রতিককালে পর পর কয়েকটি হত্যাকাণ্ড বিশেষ করে দুজন বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক হয়ে উঠেছে। দেশের প্রতিটি শান্তিকামী মানুষ এ পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন। একটা রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে আমি নিজেও এ পরিস্থিতিতে উদ্বিগ্ন। তিনি বলেন, একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত করে কেবল এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। এ পরিস্থিতির জন্য কে কতখানি দায়ী সেই ব্লেম গেমে না গিয়ে আমরা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে এ পরিস্থিতির মোকাবিলা করতে পারি। সাক্ষাৎকার গ্রহণের সময় দলের প্রধান প্রয়াত কাজী জাফর আহমদের একান্ত ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর