সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংলাপ প্রস্তাব সরকারের সৌভাগ্য : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, এত নির‌্যাতন চালানোর পরও বিএনপি যে সংলাপের প্রস্তাব দিয়েছে এটা সরকারের সৌভাগ্য। তিনি বলেন, সংলাপের আহ্বান বিএনপির দুর্বলতা নয়। দেশকে রক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে হলে জাতীয় ঐক্য এবং সংলাপ হতেই হবে। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপি কার‌্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিপন। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রিপন বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের বিচার চায়। নিছক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো বিচার নয়। আইএস প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমগ্র জাতি আজ উৎকণ্ঠিত। দেশ ও জনগণকে বাঁচাতে হলে সর্বদলীয় বৈঠক, জাতীয় ঐক্য ও জাতীয় সংলাপ হতে হবে। আসন্ন হুমকি মোকাবিলায় সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রিপন। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর