সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তাভেলা হত্যাকাণ্ডে মুখ খুলছেন না মতিন

নিজস্ব প্রতিবেদক

ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যায় নিজেদের সংশ্লিষ্টতার ব্যাপারে মুখ খুলছেন না বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিন। অসুস্থতার ভান করে শুধুই সময় ক্ষেপণ করার চেষ্টা করে যাচ্ছেন। তবে হত্যাকাণ্ডে অংশ নেওয়া এবং জড়িতদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং কিছু প্রমাণাদি মতিনের সামনে হাজির করার পরই তার চোখ কপালে উঠে যাচ্ছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তাভেলা হত্যা মামলায় মতিনসহ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তামজিদ আহম্মেদ রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও সর্বশেষ রাসেল চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে আছেন। ২৫ অক্টোবর এই চারজনকে গ্রেফতার করে ডিবি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এম এ মতিনই দুই রাসেলের সঙ্গে কোনো একজন বিদেশি হত্যার বিষয়ে চুক্তি করেছিলেন। এ জন্য পাঁচ লাখ টাকা চুক্তিও করেন তিনি। তবে চুক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে অংশ নেওয়া কাউকেই টাকা দেননি মতিন। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দুই রাসেলই কেবল ৫০ হাজার করে টাকা পেয়েছে। বাকিরা কেউই টাকা পায়নি। গত বুধবার মধ্যরাতে যশোরের বেনাপোল থেকে এম এ মতিনকে গ্রেফতার করার কথা বলছে ডিবি। তাভেলা হত্যা মামলায় পরদিন তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল মতিনের রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে গভর্নরস হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাথে তাভেলাকে (৫০) গুলি করে হত্যা করা হয়। দুই তরুণ গুলি চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে তাদের পালাতে  দেখেছেন। তাভেলা নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও  কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

সর্বশেষ খবর