মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিশু ফরহাদ হত্যায় ছয়জনের ফাঁসি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ফরহাদ (৮) হত্যা মামলায় পিতা-পুত্রসহ ছয়জনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির চাঞ্চল্যকর এ মামলার রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার  খেরুয়াজানি গ্রামের আবদুল কদ্দুস, তার পুত্র সাহেব আলী, ইব্রাহিম, জুয়েল, আবদুল মজিদ ও মোন্তাজ আলী ওরফে মোন্তা। এ ছাড়া আবদুল কদ্দুসের স্ত্রী কমলা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত সূত্র জানায়, জমি ও জুয়া নিয়ে আসামিদের সঙ্গে নিহতের পিতা আইয়ুব আলীর বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১০ সালের ৪ মে আসামি কমলা বেগম শিশু ফরহাদকে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান। পরে আসামিরা নৃশংসভাবে তাকে দা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর একটি বাক্সে লাশ ঢুকিয়ে বাড়ির পাশের ক্ষেতে ফেলে রাখা হয়। ৭ মে গলিত এ লাশ উদ্ধার করা হয়।  মামলার রায়ের পর শিশুর পিতা আইয়ুব আলী বলেন, আদালত ন্যায় বিচার করেছেন। এ রায়ে আমরা খুশি। এদিকে এ রায় ঘোষণার পর অঝোরে কাঁদতে থাকেন আসামিরা। তাদের দেখতে ভিড় জমে আদালতপাড়ায়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ খবর