মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মৃত্যুর সঙ্গে লড়ছেন তাইওয়ান নাগরিক ওয়াং চি

নিজস্ব প্রতিবেদক

তাইওয়ানের নাগরিক ওয়াং মিং চি’র জ্ঞান ফেরেনি চার দিনেও। তিনি এখনো এ্যাপলো হসপিটালসের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র বলেছে, ওয়াং চি’র অবস্থা সংকটাপন্ন। তবে তার স্ত্রী লাই লি হুয়া পুরোপুরি সুস্থ হয়ে গতকাল হাসপাতাল ছেড়েছেন। এদিকে হামলার ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। তবে পলাতক তার দুই সহযোগী রাজু ও সাজুকে এখনো পুলিশ আটক করতে পারেনি।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ৪ নং সেক্টরে তাইওয়ানি এই দম্পতি ওয়াং মিং চি ও তার স্ত্রী লাই লি হুয়া হামলার শিকার হন। তাদের ওই রাতেই উল্লেখিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে দুজনকে আইসিইউতে রাখা হয়। স্ত্রী লাই লি হুয়ার অবস্থা ভালো হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তাইওয়ানি ওই দম্পতির প্রতিষ্ঠান জিং জিং ইয়াং ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক সামির হাসিব বলেন, ওয়াং ও লাই লি দম্পতির মেয়ে এবং মেয়ের জামাই বাংলাদেশে এসেছেন। উন্নত চিকিৎসার জন্য আহত ওয়াং চিকে তাইওয়ান নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু জ্ঞান ফিরে না আসায় চিকিৎসকের পরামর্শে এ মুহূর্তে তাকে হাসপাতাল থেকে সরানো সম্ভব হচ্ছে না। হাসপাতালের একজন চিকিৎসক গতকাল জানান, ওয়াং মিং চি’র মাথা ও ঘাড়ে ভারি বস্তু দিয়ে আঘাত করায় ক্ষতের সৃষ্টি হয়েছে। লাঠি বা হকিস্টিক দিয়ে তাদের আঘাত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মাথায় আঘাত করা হয়েছে বলেই তার অবস্থা গুরুতর। তার এখনো জ্ঞান ফিরেনি। তাকে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। আজ (সোমবার) থেকে একটু একটু করে সাপোর্ট সরানোর চেষ্টা করা হবে। নিউরো বিভাগের ডা. আলিমুজ্জামানের তত্ত্বাবধানে তাইওয়ানের এই নাগরিকের চিকিৎসা চলছে। উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর জানান, গ্রেফতার জাহাঙ্গীর ওই দম্পতির সাবেক কর্মচারী। রাজু ও সাজু গাজীপুরের গাছা এলাকায় জিং জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানির কারখানায় তৈরি পিভিসি ডোর ও সিলিংয়ের প্রিন্টিংয়ের কাজ করত। টাকা লুট করার উদ্দেশ্যেই তিনজন তাইওয়ান নাগরিক দম্পতির ওপর হামলা চালায়। তিনি বলেন, আহত হওয়ার পর ওয়াং মিং চি নিজেই আসামিদের নাম বলেছেন পুলিশের কাছে। ইতিপূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য তাইওয়ানি দম্পতির ওপর হামলা চালানো হয়। এতে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই। সাইট ইন্টেলিজেন্সের সঙ্গেও এ ঘটনার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর