মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ক্রিকেট এখন বিষফোঁড়ামুক্ত

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট এখন বিষফোঁড়ামুক্ত

অবশেষে আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত ব্যক্তি নারায়ণ স্বামী শ্রীনিবাসনকে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর। তিনি শ্রীনির মেয়াদের বাকিটা পূরণ করবেন। আগামী বছরের শেষ পর্যন্ত আইসিসির চেয়ারম্যান পদে থাকার কথা ছিল শ্রীনিবাসনের। বিসিসিআই-র ৮৬তম বার্ষিক সাধারণ সভায় শ্রীনিবাসনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে শ্রীনিবাসনকে সরে যেতে বাধ্য করা হয় আইসিসি থেকে। শ্রীনিকে আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ায় সব চেয়ে বেশি খুশি হয়েছেন আইসিসির সাবেক সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শ্রীনির অপসারণে ক্রিকেটের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গত বিশ্বকাপে শ্রীনিবাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন মুস্তফা কামাল। গতকাল বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের মধ্য বিরতির সময় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে এসে তিনি বলেন, ‘আইসিসি থেকে শ্রীনিকে সরিয়ে দেওয়ায় ক্রিকেটের বিজয় হয়েছে। আমি প্রথম ও শেষ ব্যক্তি যিনি শ্রীনিবাসনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তার সরে যাওয়ার ফলে আমি সত্যি দারুণ খুশি হয়েছি। ক্রিকেট এখন বিষফোঁড়া মুক্ত হলো।’ সবচেয়ে বড় বিষয় হলো স্পট ফিক্সিংয়ে বিতর্কিত সেই শ্রীনিই অস্ট্রেলিয়ার হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানো শ্রীনিবাসনকে উদ্দেশ করে মুস্তফা কামাল বলেন, ‘ক্রিকেট এখন কলঙ্কমুক্ত হলো। এখন এগিয়ে যাবে নিজস্ব গতিতে।’ তিনি বলেন, ‘শশাঙ্ক মনোহরের সঙ্গে আমার বহুদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। আমার দৃঢ় বিশ্বাস তার গতিশীল নেতৃত্বে বিশ্ব ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে।’ 

সর্বশেষ খবর