বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রয়োজনে সরকারি কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রয়োজনে সরকারি কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুর্নীতি প্রশ্নে প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি প্রতিরোধ কমিশন সম্প্রতি গণশুনানি কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা হবে। গতকাল দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, কিছুসংখ্যক সরকারি  কর্মকর্তা জনগণের সেবাপ্রাপ্তির অধিকার খর্ব করার চেষ্টা করে থাকেন। এসব কর্মকর্তার মানসিকতা পরিবর্তনে দুর্নীতি দমন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণে ন্যূনতম কার্পণ্য দেখাবে না। গণশুনানি দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সংযোজন। এর মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। গণশুনানির ধারণা আমরা নতুনভাবে নিয়েছি। এর উদ্দেশ্য হচ্ছে, জনগণকে সচেতন করে সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। দুর্নীতির কুফল সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হলে তা দ্রুত কমে আসবে। কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ প্রমুখ। এ ছাড়া সভায় দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকার মতিঝিল, গুলশান, উত্তরা, মিরপুর, লালবাগ, ওয়ারী, তেজগাঁও, রমনা অঞ্চলের দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর