বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার কারারক্ষীকে ক্ষুর দিয়ে হামলা

পুলিশ বলছে দুর্ঘটনা

ফরিদপুর প্রতিনিধি

কারা অধিদফতরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছেন, ফরিদপুরে কারারক্ষী আসাদুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঢাকার নাজিমউদ্দিন রোডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই কারারক্ষী ফরিদপুর কেন্দ্রীয় কারাগার থেকে মোটরসাইকেলে করে ডাকঘরের দিকে যাচ্ছিলেন। বেলা ৩টার দিকে দুর্বৃত্তরা পেছন থেকে ক্ষুর ছুড়লে এক কারারক্ষী আহত হন। কারা অধিদফতরের মহাপরিদর্শকের উদ্ধৃতি দিয়ে  বিভিন্ন টিভি চ্যানেল সংবাদটি পরিবেশন করলে ফরিদপুরজুড়ে তোলপাড় শুরু হয়। যদিও কারারক্ষী আসাদুজ্জামানের ওপর হামলার ঘটনাটি অস্বীকার করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেল সুপার। কারারক্ষীর ওপর হামলার খবরে দুপুরের পর থেকে ফরিদপুরে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। ফরিদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত জয়নাল মিয়া জানিয়েছেন, আসাদুজ্জামান (৪২) নামের একজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার পিঠে আঘাতের চিহ্ন ছিল। তবে তিনি কারারক্ষী কিনা আমাদের জানা নেই। কারারক্ষী আসাদুজ্জামানের ওপর হামলার ঘটনাটি অস্বীকার করে জেল সুপার আবুল কালাম আজাদ টেলিফোনে বলেন, আমাদের কারাগারে আসাদুজ্জামান নামের একজন কারারক্ষী রয়েছেন। তার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে জানা গেছে, কারারক্ষী আসাদুজ্জামান ফরিদপুর কারাগার অভ্যন্তরের কোয়ার্টারে বসবাস করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ বলেন, কারারক্ষী আসাদুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। তবে কারারক্ষী আসাদুজ্জামানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, কারারক্ষীর ওপর হামলার ঘটনা আমার জানা নেই।

 

সর্বশেষ খবর