শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জুলুমবাজে পরিণত হয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জুলুমবাজে পরিণত হয়েছে সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে এখন এক দুর্বিষহ অবস্থা চলছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার জুলুমবাজে পরিণত হয়েছে। সরকারের কোনো অন্যায় কাজের প্রতিবাদ করলেই নেতাদের গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে। গণতন্ত্রের অনুপস্থিতির কারণেই এই অবস্থা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা’ জারির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মামলা প্রত্যাহারের দাবি জানান যুবদল নেতারা। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, অমলেন্দু দাশ অপু, সাইফুল ইসলাম পুটু, সেলিমুজ্জামান সেলিম, আবদুল খালেক, ফজলুর রহমান, কাজী রফিক, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ মনে করে বেগম খালেদা জিয়ার মতো তাদের একমাত্র ও মূল প্রতিদ্বন্দ্বী নেতা হবেন তারেক রহমান। এ জন্য তাকে নিয়ে এত ভয়।

সর্বশেষ খবর