শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গ্রেফতারে বাধা নেই এমপি রানাকে দেহরক্ষী আটক

নিজস্ব প্রতিবেদক

গ্রেফতারে বাধা নেই এমপি রানাকে দেহরক্ষী আটক

আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান খান মুক্তিকে আÍসমর্পণের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে গতকাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন। এর ফলে তাদের গ্রেফতারে বাধা নেই বলে  ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানিয়েছেন। এদিকে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, এমপি রানার দেহরক্ষী সমির (৩৫) নামের একজনকে আটক করেছে স্থানীয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে শহরের পূর্ব আদালতপাড়া থেকে তাকে আটক করা হয়। সমির বিশ্বাস বেতকা গোডাউন ব্রিজ এলাকার তমিজ উদ্দিনের ছেলে। তিনি ফারুক আহমেদ হত্যা মামলার আসামি। টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান আসামি সমিরের আটকের সত্যতা নিশ্চিত করেন। ফারুক আহমেদ হত্যা মামলায় রানা ও মুক্তি আগাম জামিনের আবেদন করলে গত ১৪ জুলাই হাইকোর্ট তাদের দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আÍসমর্পণের নির্দেশ দেন। তাদের হয়রানি ও গ্রেফতার না করতেও নির্দেশ দেন আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। ২১ জুলাই অবকাশকালীন  চেম্বার বিচারপতির আদালতে গ্রেফতার ও হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশনা স্থগিত হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়ার বাসার সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে নাহার আহমেদ কারও নাম উল্লেখ না করলেও পরে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, টাঙ্গাইলের খান পরিবারের চার ভাই এ হত্যায় জড়িত।

সর্বশেষ খবর