শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

যেভাবে ফেরত আনা হলো

বেনাপোল প্রতিনিধি

বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় রাত ১১টা ৩০ মিনিট। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান হাতে লাইফ জ্যাকেট নিয়ে এগিয়ে গেলেন নোম্যান্স ল্যান্ডে। তার কিছু আগে ভারতীয় চেকপোস্টে এসে দাঁড়িয়েছে একটি মারুতি ভ্যান। আলো-আঁধারির আবছা আলোয় দেখা যাচ্ছিল সেখানে অপেক্ষমাণ পাঁচ-ছয় জন বিএসএফ সদস্যকে। এ সময় বাংলাদেশ প্রান্তে দাঁড়িয়ে থাকা কালো রঙের মাইক্রোবাসটি নির্দেশ পেয়ে দ্রুত এগিয়ে যায় নোমান্স ল্যান্ডের দিকে। মিডিয়া কর্মীরা ক্যামেরা তাক করেন গাড়িটি লক্ষ্য করে। হঠাৎ করেই নোম্যান্স ল্যান্ডের ২০০ গজ দক্ষিণে রেললাইনের ওপর জ্বলে ওঠে টর্চের আলো। দেখা যায় ১০-১২ জন লোক রেললাইন ধরে এগিয়ে আসছেন বাংলাদেশের দিকে। ক্যামেরা হাতে সংবাদকর্মীরা এ দৃশ্য দেখে ছুটে যান রেললাইনের দিকে। আর এ সুযোগেই ডিবি পুলিশভর্তি মাইক্রোবাসটি দ্রুতগতিতে বেরিযে যায় যশোরের দিকে। কোনো কিছু বোঝার আগেই চলে যাওয়া গাড়িটির পিছু নিয়েও ধরতে পারেননি সংবাদকর্মীরা। এদিকে বেনাপোলের ছোট আচড়া মোড়ে এসে দেখা যায় অন্য রকম দৃশ্য। বাইপাস সড়ক ধরে তখন পাঁচ-ছয়টি পাজেরো গাড়ি পুলিশি নিরাপত্তায় ছুটে আসছে বেনাপোল সড়কে। গোলক-ধাঁধায় পড়েন সংবাদকর্মীরা। কোন পথে আনা হয়েছে নূর হোসেনকে? এর আগে নারায়ণগঞ্জের কুখ্যাত খুনি নূর হোসেনকে বেনাপোল দিয়ে আনা হচ্ছে- এ সংবাদ ছড়িয়ে পড়ার পর বিকাল ৫টা থেকে সংবাদকর্মীরা জড়ো হন বেনাপোল চেকপোস্টে। গোটা চেকপোস্ট এলাকা তখন নিন্দ্রি নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল। পোশাকধারী ডিবি পুলিশ এবং থানা পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব সদস্যরা গোটা এলাকা রেখেছিলেন কর্ডন করে। এ সময় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, বিজিবির উপ-অধিনায়ক লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালামসহ বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন এবং ডিবির ওসিকে ব্যস্ত দেখা যায়। বার বার জিজ্ঞাসা করা সত্তে¡ও তারা কোনো তথ্য সরবরাহ করেননি। নূর হোসেনকে কখন কীভাবে আনা হবে- এ ব্যাপারে সংবাদকর্মীদের কাছে মুখ খুলছিলেন না কেউ। যে কারণে গভীর রাত পর্যন্ত সংবাদকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক উৎসুক মানুষ তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল।

পরে বেনাপোল থানার একটি সূত্র নিশ্চিত করেন, নারায়ণগঞ্জ থেকে নূর হোসেনকে নিতে আসা ১০-১২ জন সদস্যের সাদা পোশাকের দলটির কাছে চোখ বাঁধা অবস্থায় নূর হোসেনকে হস্তান্তর করেন বিজিবির উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন। পরে একটি নিশান পেট্রল জিপ গাড়িতে উঠিয়ে নূরকে বেনাপোল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর