শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিগগিরই ভারত নেপাল ভুটান বাস

নিজস্ব প্রতিবেদক

শিগগিরই ভারত নেপাল ভুটান বাস

শিগগিরই বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে বাস ও কার্গো সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গতকাল সকালে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের পারস্পরিক স্বার্থ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মাহমুদ আলী বলেন, এই উদ্যোগ এ অঞ্চলের ‘গেম চেঞ্জার’ হবে বলে আশা করা হচ্ছে।‘বাংলাদেশ-ইন্ডিয়ান    নর্থইস্ট : এক্সপ্লোরিং অপরচুনিটিজ অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট’ শীর্ষক দুই দিনব্যাপী ওই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে ঢাকা-শিলং-গুয়াহাটি, কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু হয়েছে। বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তির আওতায় শিগগিরই বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে বাস ও কার্গো সার্ভিস চালু হবে। এটি এ অঞ্চলের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। মন্ত্রী জানান, পানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা চলছে। ভারতের এ অংশের সঙ্গে যোগাযোগের উন্নয়নে নতুন সড়ক ও রেলপথ সংযোগ স্থাপন করা হচ্ছে। শিগগিরই আগরতলা ভিসা কার‌্যালয়ে একজন সহকারী হাইকমিশনার যোগ দেবেন বলেও জানান তিনি। এশিয়াটিক সোসাইটির সভাপতি আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেমিনারের আহ্বায়ক আকমল হোসেন, সোসাইটির সাধারণ সম্পাদক আহমেদ এ. জামাল প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর