শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চূড়ান্ত ফলাফলে সু চির নিরঙ্কুশ

প্রতিদিন ডেস্ক

চূড়ান্ত ফলাফলে সু চির নিরঙ্কুশ

মিয়ানমারের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর  ডেমোক্রেসি (এনএলডি)। গতকাল বিকাল পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, দলটি পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আসনগুলোর ৩৪৮টিতে জয় নিশ্চিত করেছে। সরকার গঠন করতে হলে এনএলডিকে মিয়ানমারের ৬৬৪ আসনের ৬৭ শতাংশতে জয় নিশ্চিত করতে হতো। এর অর্থ ৩২৯ আসনে জয় পেলেই চলত। অপরদিকে, ২০১১ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট থেইন সেইনের দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) উচ্চ ও নিম্নকক্ষ মিলিয়ে মাত্র ৪০টি আসনে বিজয় অর্জন করতে পেরেছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মিয়ানমারের তিন স্তরের সংসদের ৮৩ শতাংশ আসনের ফল ঘোষিত হয়েছে। এতেই সরকার গঠন করার যোগ্যতা অর্জন করে ফেলেছে এনএলডি। দেশটির সামরিক সরকারের তৈরি সংবিধান অনুযায়ী সু চির সন্তানরা বিদেশি হওয়ায় তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না। কিন্তু এনএলডি ঘোষণা করেছে, প্রেসিডেন্টের মাথার ওপর থাকবেন দলনেত্রী। বিশ্লেষকেরা অবশ্য বলছেন, সু চি অবশ্য চাইলেই এখন সংবিধানের সেই ধারা বাতিল করতে পারেন। কারণ, সেই ধরনের সংখ্যাগরিষ্ঠতা দলটি পেয়েছে। এ জন্য অবশ্য ‘হ্যাঁ’ ভোটেরও আয়োজন করতে হবে। তাতেও হয়তো উত্তরে যাবেন সু চি। খবর বিবিসি, রয়টার্স ও এএফপি।

সর্বশেষ খবর