রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
সফর বাতিলের সম্ভাবনা

ফ্রান্সের পাশে থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী এ নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকবে বাংলাদেশ, কাজ করবে একসঙ্গে।

শুক্রবার  প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্সের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় বহু নিষ্পাপ মানুষ নিহত ও আহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। বার্তায় শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী তো সন্ত্রাসীই, তাদের কোনো দেশ নেই, ধর্ম নেই, সভ্য সমাজে অবশ্যই তাদের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী  ফ্রান্সের জনগণের প্রতি গভীর শোক এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি। এদিকে তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল ১৬ নভেম্বর প্যারিসে রওনা হওয়ার কথা থাকলেও তা বাতিল হতে পারে। ফ্রান্সের চলমান সন্ত্রাসী ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকালের এ সফর বাতিলের গুঞ্জন রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। 

সর্বশেষ খবর