রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধ হতে হবে

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, সরকার গণতান্ত্রিক শক্তিসমূহকে দুর্বল এবং নিঃশেষ করার অপচেষ্টায় লিপ্ত। এ কারণেই আজ বিপথগামী উগ্রবাদীরা সুযোগ গ্রহণ করছে। তারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে ‘সন্ত্রাস এবং জঙ্গিবাদ’ দমনে দুটি পথ খোলা আছে জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, এ জন্য অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, সব গণতান্ত্রিক ও রাজনৈতিক সংগঠনসমূহকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে দমন করতে হবে। দেশে উগ্রপন্থিদের ‘উত্থানের’ নেপথ্যে সরকারকে দায়ী করে ব্যারিস্টার মওদুদ বলেন, গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশকে নিঃশেষ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ উত্থানে সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারই দায়ী। তিনি আরও বলেন, সারা দেশে যৌথবাহিনীর অভিযানের নামে পৌর নির্বাচনকে সামনে রেখে সরকার নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হাজার হাজার নিরীহ নেতা-কর্মীকে গ্রেফতার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকার এই ভুল নীতি থেকে সরে না এলে দেশে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীরপ্রতীক, সেলিমা রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অধ্যাপক মোস্তাহিদুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নূরী আরা সাফা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন ও সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।

সর্বশেষ খবর