রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুন্দরবনকে ক্রসফায়ারে দেবেন না

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনকে ক্রসফায়ারে দেবেন না

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সরকার গত ১০ বছরে ক্রসফায়ারে বহু মানুষকে হত্যা করেছে। এখন সুন্দরবনকেও ক্রসফায়ারে হত্যা করতে চায়। তিনি আরও বলেন, সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে সরকার শুধু আত্মঘাতী নয়, রাষ্ট্র ও জাতিঘাতী কাজ করতে যাচ্ছে। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দয়া করে সুন্দরবনকে ক্রসফায়ারে দেবেন না। গতকাল জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ‘সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে কনভেনশনে আরও বক্তব্য দেন কমিটির সদস্যসচিব অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশু প্রমুখ। সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার এ ধরনের পরিবেশবিরোধী প্রকল্প নিজেদের স্বার্থেই তড়িঘড়ি করে বাস্তবায়ন করতে চায়। এ প্রকল্প বাস্তবায়ন করলে জনগণ প্রতিরোধে কঠোর ভূমিকা নেবে। কনভেনশনে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমরা উন্নয়নবিরোধী নই। আমরা চাই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন নয়, অন্য স্থানে নির্মিত হোক। তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাদের সঙ্গে সংলাপে বসার আমন্ত্রণ জানান। জাতীয় কনভেনশনে সুন্দরবনবিষয়ক বিশেষজ্ঞ, সুন্দরবন রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জাতীয় কমিটির কেন্দ্রীয় ও জেলা নেতারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর