সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর বাতিল

কূটনৈতিক প্রতিবেদক

সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ফ্রান্স সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর লিডারস ফোরামে যোগ দিতে আজ সোমবার ভোরে তার প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল। কিন্তু শুক্রবারের সন্ত্রাসী হামলার পর থেকেই প্রধানমন্ত্রীর এই সফর হচ্ছে কিনা তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত গতকাল দুপুরে এ সফর বাতিল করা হলো। অবশ্য চলতি মাসের শেষার্ধে জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী প্যারিস যেতে পারেন। এর আগে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উপলক্ষে মাল্টা সফরের সূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর প্যারিস সফর উপলক্ষে গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে দুপুরে মন্ত্রণালয় থেকে অনাকাক্সিক্ষত পরিস্থিতির কথা উল্লেখ করে সংবাদ সম্মেলন বাতিলের কথা জানানো হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো সফর বাতিলের তথ্য নিশ্চিত করে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সূত্র মতে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্যারিসে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম সেখানকার সার্বিক পরিস্থিতি ঢাকায় জানিয়েছেন। জানা যায়, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভোর আমন্ত্রণে লিডারস ফোরামে অংশ নিতে তিন দিনের সফর সূচি নির্ধারিত ছিল। সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সেখানে মূল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদসহ একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ন্যক্কারজনক সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়া এবং কয়েকশ ব্যক্তি আহত হওয়ার প্রেক্ষাপটে ফ্রান্সে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে সব সীমান্ত। গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনের জাতীয় শোক। যদিও গতকাল বিকাল পর্যন্ত লিডারস ফোরামের আয়োজন বাতিল বা স্থগিতের কোনো ঘোষণা দেয়নি আয়োজক সংস্থা ইউনেস্কো। সূত্র মতে, আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর ইউরোপের বন্দর প্রধান দেশ মাল্টায় কমনওলেথ দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের এই সম্মেলনে ৫৩টি দেশের সরকারপ্রধানরা একত্রিত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। এরপরই আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর প্যারিসে জলবায়ু সম্মেলন বা কোপ-২১ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মাল্টা থেকে ফ্রান্স যেতে পারেন।

সর্বশেষ খবর