মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তাকে স্বাগত জানানো হবে

নিজস্ব প্রতিবেদক

তাকে স্বাগত জানানো হবে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বাধা দেব না, স্বাগত জানাব। কারণ বাংলাদেশি নাগরিকদের দেশে আসাই বাঞ্ছনীয়। মওদুদ আহমদের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমরা খুনিদের ফর্মুলা গ্রহণ করতে পারি না। মওদুদের ঐক্যের প্রস্তাব বিড়াল তপস্বীর মতো। খুনিদের সঙ্গে  ঐক্যের প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি।’ গতকাল সচিবালয়ে পিআইডির সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ৭ নভেম্বর সব গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের ঐক্যের আহŸান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী বলেন, স্বামীর মতোই খালেদা জিয়া জঙ্গিবাদ, উগ্রবাদ, যুদ্ধাপরাধী ও জামায়াতের সঙ্গে রাজনৈতিক সন্ধি স্থাপনের অভ্যাস ছাড়তে পারেননি। এ কারণে আজও তিনি তাদের সঙ্গে সন্ধি করছেন। নিজস্ব প্রতিবেদক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর