বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জামিনে মুক্ত গয়েশ্বর

গাজীপুর প্রতিনিধি

জামিনে মুক্ত গয়েশ্বর

জামিনে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল দুপুর সোয়া ২টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে জেলগেটে অভ্যর্থনা জানান। নাশকতার এক মামলায় ৪ নভেম্বর নিæ আদালতে হাজিরা দিতে গেলে গয়েশ্বর রায়কে জেলে পাঠানো হয়। কাশিমপুর  হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান সাংবাদিকদের জানান, সোমবার গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার তিনি কারামুক্ত হন। ৪ নভেম্বর তাকে এ কারাগারে আনা হয়েছিল। কারামুক্তির পর গয়েশ্বর রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জেল-জুলুম চালিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন থেকে নেতা-কর্মীদের পিছু হটানো যাবে না। যত দিন না দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, তত দিন গণতান্ত্রিক আন্দোলন চলবেই। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করে পুলিশ। গত বছরের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পুলিশ চলতি বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করে। ৪ নভেম্বর নিæ আদালতে আÍসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিæ আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল তাকে জামিনের আদেশ দেন। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর