বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুজনের পরিবার যা বলল

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত আদেশে ফাঁসির রায় বহাল থাকায় সালাউদ্দিন কাদের চৌধুরী  ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবার হতাশ। তাদের মতে, তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আবেদন খারিজ হওয়ার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা কোনো প্রাণভিক্ষার আবেদন করব না। সালাউদ্দিন কাদের চৌধুরী জীবনে কখনো কারও কাছে প্রাণভিক্ষা চাননি। এবারও তিনি তা চাইবেন না। এদিকে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেছেন, রায়ে তারা অত্যন্ত হতাশ। তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন দেশের সর্বোচ্চ আদালতে খারিজ হওয়ার পর এই প্রতিক্রিয়া জানান মাবরুর। মাবরুর বলেন, আমাদের আইনজীবীরা রিভিউ শুনানিতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। আমার বাবার বিরুদ্ধে সরাসরি কোনো হত্যার অভিযোগ নেই। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও দেশের সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমরা অত্যন্ত হতাশ। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মাবরুর বলেন, আমার বাবার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। তার এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর