বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাত দিনের আগেই ফাঁসি সম্ভব

নিজস্ব প্রতিবেদক

সাত দিনের আগেই ফাঁসি সম্ভব

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের জন্য ৭ দিন নয়, আরও আগেই সম্ভব। গত রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সাত দিনের আগেই ফাঁসি সম্ভব। আর এর মধ্যেই যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে বিশ্বের কোথাও এমন স্বচ্ছতা রেখে বিচার    কার্যসম্পাদন করা হয়নি বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আইনের ব্যাখ্যা দিয়ে আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন অনুযায়ী জেলকোড ফলো করতে হবে এমন কোনো কথা নেই। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের সময়ও এ বিষয়টি ফলো করা হয়নি। যদিও জেলকোডের ৯৯১ রুল অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে সাতদিন সময় থাকে, কিন্তু এক্ষেত্রে  জেলকোড ফলো করা হবে না। আইনমন্ত্রীর মতে, মুজাহিদ-সাকা চৌধুরীর ক্ষমা চাওয়ার জন্য সাত দিনের প্রয়োজন নেই। এত সময় লাগার কথাও না।

সর্বশেষ খবর