বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নির্দেশনা মেনে রায় কার্যকর

নিজস্ব প্রতিবেদক

নির্দেশনা মেনে রায় কার্যকর

যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে   ফাঁসির রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। এ রায় আইনি নির্দেশনা মেনেই সরকার কার্যকর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রিভিউ খারিজের আদেশের কপি এলে আইন অনুযায়ী রায় কার্যকর করা হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সময় রয়েছে। আইন মেনে সব ঠিকঠাক করে আমরা ব্যবস্থা নেব। এ রায়ের প্রতিবাদে জামায়াতের হরতাল ডাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত এখনো রাজনৈতিক দল হিসেবে রয়েছে। তারা হরতাল দিতেই পারে। তবে জামায়াতের হরতাল জনগণ মানেনি। এখনো বিএনপির অবরোধ চলছেই। তারা অফিশিয়ালি অবরোধ প্রত্যাহার করেনি। জামায়াতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না জানতে চাইলে মন্ত্রী বলেন, আদালতে মামলা রয়েছে। আদালতের মাধ্যমেই আমরা সিদ্ধান্ত নেব। দেশের আইনশৃঙ্খলার প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আছে, আমেরিকার চেয়েও ভালো আছে। তবে দু-একটি অপচেষ্টা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার ঠেকানো ও অন্য কোনো উদ্দেশ্য আছে দেশকে অস্থিতিশীল করতে।

সর্বশেষ খবর