শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা গতকালের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। নিত্যদিনের মতো চলেছে ব্যক্তিগত ও গণপরিবহন। প্রত্যেকটি রুটে দেখা গেছে যানজট। হরতালের সমর্থনে জামায়াত-শিবির মাঠে না থাকলেও হরতালবিরোধীরা ছিল সোচ্চার। কোথাও হরতালের প্রভাব পড়েনি। কাগুজে-কলমে সীমাবদ্ধ ছিল জামায়াতের এ হরতাল কর্মসূচি। তবে সতর্কতা এড়াতে প্রতি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। একই চিত্র ছিল চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় ও বড় জেলা শহরগুলোতে। রাজধানীতে ঘুরে দেখা যায়, দিনের প্রথম প্রহর থেকেই নিত্যদিনের মতো ব্যক্তিগত ও গণপরিবহন চলতে থাকে। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, নগরীর বড় বড় বিপণিবিতান, পোশাকশিল্প, শিল্প-কারখানাসহ সবকিছু চলেছে স্বাভাবিক নিয়মে। দুপুরের পর রাজধানীর টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়। সব শিক্ষাপ্রতিষ্ঠান ছিল খোলা। অনুষ্ঠিত হয়েছে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা। পল্টন, গুলিস্তান, শাহবাগ, মালিবাগ, রামপুরা, যাত্রাবাড়ী, ফার্মগেট, সায়েদাবাদ, মহাখালী, গাবতলীসহ ঢাকার সবকটি গুরুত্বপূর্ণ সড়কে নিত্যদিনের মতো যানজট সৃষ্টি হয়। ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করেন, সচেতন জনতা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি স্বতঃস্ফ‚র্তভাবে পালন করে সরকারের ষড়যন্ত্রকে ধিক্কার জানিয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, যাত্রাবাড়ী পূর্ব, কদমতলী পশ্চিম, বাড্ডা, যাত্রাবাড়ী পশ্চিম, লালবাগ, মোহাম্মদপুর, কাঁঠালবাগান, খিলগাঁও, বাবুবাজার-সদরঘাট, মিরপুর-সাড়ে ১১, তুরাগ, বিমানবন্দর, মিরপুর-২, শাহজাহানপুর, উত্তরা পশ্চিম, মুগদা, সবুজবাগ, বনানী ও শেরেবাংলা নগরে হরতালের সমর্থনে মিছিল, পিকেটিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর