শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তরুণরাই গড়বে নতুন বিশ্ব

প্রতিদিন ডেস্ক

তরুণরাই গড়বে নতুন বিশ্ব

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনটি শূন্যের সমন্বয়ে গড়ে তোলা সম্ভব নতুন বিশ্ব। এগুলো হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। আর তরুণ প্রজন্মের পক্ষেই সম্ভব তিন শূন্যের সমন্বয়ে নতুন বিশ্ব গড়ে তোলা। কারণ মানব জাতির ইতিহাসে তাদের প্রজন্মই সবচেয়ে শক্তিশালী। সব ধরনের ক্ষমতা ও সৃষ্টিশীলতা তাদের মধ্যে রয়েছে।  বুধবার রাতে ব্যাংককে ‘ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট ২০১৫’ উদ্বোধনের সময় ১৯৬টি দেশ থেকে আগত ১৩০০ তরুণ নেতার উদ্দেশে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অপর দুজন মুখ্য বক্তা ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনান এবং রক স্টার থেকে দারিদ্র্য বিমোচন কর্মী হওয়া স্যার বব গেলডফ। এ ছাড়াও মঞ্চে ছিলেন হলিউডের খ্যাতনামা প্রযোজক জন ল্যানডো ও বিশ্বখ্যাত ক্রিকেটার স্টিভ ওয়াহ।

সম্মেলনের দ্বিতীয় দিন সামাজিক ব্যবসার ওপর একটি বিশেষ প্লেনারি সেশনে বক্তৃতা করেন ড. ইউনূস। তার সঙ্গে সম্মেলনে বাংলাদেশ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধিদলও যোগ দেয়, যাদের ৯ জনই নারী। খবর বিজ্ঞপ্তির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর