শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মামলায় জর্জরিত মিলন

চাঁদপুর প্রতিনিধি

মামলায় জর্জরিত মিলন

মামলায় জর্জরিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার বিরুদ্ধে ৩৬টি মামলার প্রায় সবগুলোই সচল রয়েছে। এরমধ্যে বুধবার এক হত্যা মামলায় নিæ আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এহছানুল হক মিলন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার বিরুদ্ধে আরও অন্তত ১০ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মিলনের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, ২০০৬ সালে কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান নিহত হন। ওই মামলায় আসামি ছিলেন বিএনপির এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বুধবার এই মামলার চার্জ গঠনের তারিখ ছিল। কিন্তু বিবাদী উপস্থিত হতে না পারায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। পরে আদালত ওই আবেদন খারিজ করে মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় হাজিরা দিতে সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রীর পিএস মাহবুব ও বিএনপি নেতা মনির হোসেন চাঁদপুরে আদালতে আসলে পুলিশ তাদের গ্রেফতার করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর