শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রায় বিচারক নাকি সরকারের

নিজস্ব প্রতিবেদক

রায় বিচারক নাকি সরকারের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপি ন্যায়বিচার থেকে বঞ্চিত। বর্তমান বিচারপ্রক্রিয়া রাজনৈতিক বিবেচনায় চলছে।’ তিনি প্রশ্ন রাখেন, রায় বিচারক নাকি সরকার দিয়েছে? গয়েশ্বর বলেন, ‘বর্তমানে আইনের শাসন অনুপস্থিত। কোনো ঘটনা ঘটার পর বিচারের আগেই সরকারের মন্ত্রী-এমপিরা বলে দেন, কার ফাঁসি হবে, কার জেল হবে। তাহলে বিচারক কি সরকার? বিচার কি বিচারপতিরা করেন, না সরকার নির্ধারণ করে?’ গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জম্নদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন গয়েশ্বর রায়। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকাসহ সারা দেশে তারেক রহমানের জম্নদিন পালন করা হয়। বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠানও হয় কেন্দ্রীয় কার্যালয়ে। চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কেক কাটা হয়নি। তারেক রহমানের জম্নদিন উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের আলোচনা সভা করার অনুমতি দেয়নি পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর