রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভালো নেই বাবর

নিজস্ব প্রতিবেদক

ভালো নেই বাবর

ভালো নেই কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অসুস্থ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। গতকাল সকাল ১০টার দিকে তাকে গাজীপুর থেকে ঢামেক হাসপাতালে আনা হয়। হাসপাতালের বহির্বিভাগের আবাসিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাজদত্ত তার সঙ্গে কথা বলেন। পরে বাবরকে ৬০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি মেরুদণ্ডে ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছেন। বাবরকে ঢামেক হাসপাতাল থেকে বেলা ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ নিয়ে যাওয়া হয়েছে। তিনি বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এর আগে সোমবার কাশিমপুর কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল বিএনপির সাবেক এই সংসদ সদস্যকে। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম জানান, গত সোমবার চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বাবরের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর