শিরোনাম
সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাঠে না থাকলেও আজ হরতাল ডেকেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

ৎজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। শনিবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র, সংবাদপত্রের গাড়ি, ওষুধের দোকান হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী জানায়, হরতাল কর্মসূচির নামে কোনো মহল যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে সে জন্য তারাও সতর্ক অবস্থায় থাকবেন। এ সময় পুলিশ ও র‌্যাবকে সহায়তা করতে ঢাকায় মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন বিজিবি সদস্য।

হরতালে ঢাকা শহর এবং এর আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। একইভাবে গণজাগরণ মঞ্চ হরতাল প্রত্যাখ্যান করে শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে। শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মকবুল আহমাদ বলেন, মুজাহিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।  বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীসহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। রাজধানীতে ১৩ প্লাটুনসহ সারা দেশে র‌্যাব-পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিজিবি। পোশাকধারী সদস্যের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকে গোয়েন্দারা। প্রস্তুত রয়েছে র‌্যাব-পুলিশের স্ট্রাইকিং ফোর্স।

সর্বশেষ খবর