সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে গণতন্ত্র এখন অবরুদ্ধ

নড়াইল প্রতিনিধি

দেশে গণতন্ত্র এখন অবরুদ্ধ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পথ বন্ধ। বর্তমানে দেশে এমন গণতন্ত্র চালু যাতে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। গণতন্ত্র এখন অবরুদ্ধ। মানুষ নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবন-যাপন করছে। বর্তমানে গণতন্ত্রের রূপ আমরা দেখছি- ক্ষমতা হারানোর ভয়ে সরকার সঠিক পথে নির্বাচন দিচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না। মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ চায়। গতকাল দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে আমি ক্ষমতা থেকে সরে গিয়েছিলাম। অথচ অন্যায়ভাবে আমাকে দীর্ঘ ৬ বছর ২ মাস কারাগারে আটকে রাখা হয়েছিল। আমার কারাবাসের সময় আমার স্ত্রী, অবুঝ শিশু সন্তান এবং দলীয় নেতা-কর্মীদের আমার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তারা ভেবেছিল আমি কারাগারেই শেষ হয়ে যাব। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি থাকলেও তারা আজ কোথায়? আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। জাতীয় পার্টি থাকলে জনগণ আমাকে স্মরণ করবে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর,  কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, লোহাগড়া পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শেখ বদরুল আলম প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর