সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অনুমোদন ছাড়া দেখানো যাবে না

নিজস্ব প্রতিবেদক

অনুমোদন ছাড়া দেখানো যাবে না

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। তিনি আরও বলেন, তারা প্রাণভিক্ষা না চাইলেও তাদের ফাঁসিই হতো। মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও তা নিয়ে তাদের পরিবার বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আনিসুল হক বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই-উনারা (সালাউদ্দিন কাদের ও মুজাহিদ) যে দরখাস্ত করেছিলেন, তা সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহারের জন্য।’ এ সময় রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি পড়েও শোনান তিনি। আইনমন্ত্রী বলেন, যদি কোনো আবেদনের ওপরে লেখা থাকে সংবিধানের অনুচ্ছেদ ৪৯ প্রসঙ্গে, তাহলে কি সেটা মাফ চাওয়ার দরখাস্ত হয় না? সেটা আপনারাই (সাংবাদিক) বিচার করেন বলে সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন করেন তিনি’। আইনমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা। ক্ষমা না চাইলেও কিন্তু রায় কার্যকর করা হতো। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে অবান্তর, একটা ইস্যু সৃষ্টি করা অপচেষ্টা মাত্র। মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়াই ছিল আসামির একমাত্র সুযোগ। তবে সালাউদ্দিন কাদেরের পরিবার বিচার নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতির কাছে একটি অভিযোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেটা তো গ্রহণই করা হয়নি। কেননা সর্বোচ্চ আদালতের রায়ের পরে আর কোনো পিটিশন করা যায় না। শুধু সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে মাফ চেয়ে আবেদন করা যায়। আমাদের কাছে যে পিটিশন দুটি এসেছিল তাতে মতামত দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম, রাষ্ট্রপতি যা খারিজ করে দিয়েছেন। ওটি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের দরখাস্ত ছিল। উনারা এসব কথা শুধু বাংলাদেশের জনগণকে না, সারাবিশ্বে তাদের যারা মদদদাতা আছেন তাদের বিভ্রান্ত করতেও এসব কথা বলছেন।’ যুদ্ধাপরাধী হিসেবে দণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ও জামায়াত নেতা মুজাহিদের ফাঁসি কার্যকর না করতে কোনো বিদেশি সরকারের চাপ ছিল না বলে জানান আইনমন্ত্রী। কোনো কমার্শিয়াল সংগঠন যদি রায় স্থগিতের অনুরোধ করে, আমরা তা মানতে রাজি নই। আমরা স্বাধীন দেশ, আমরা আমাদের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করেছি। তিনি আরও বলেন, যখন কেউ পয়সা দেয় অ্যামেনেস্টি তখন তাদের গান গায়, একপক্ষের কথা বলে, ফাঁসি স্থগিত চেয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের বক্তব্যের জবাবও দেন তিনি।

সর্বশেষ খবর