মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেসবুক বন্ধ থাকায় নাশকতা হয়নি

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক বন্ধ থাকায় নাশকতা হয়নি

ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় তা সন্ত্রাস ও নাশকতা দমনে কার্যকর ভূমিকা রেখেছে। তিনি বলেন,  দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই যোগাযোগ মাধ্যমগুলো বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ইন্টারনেট সেফটি সলিউশন নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে  ফেসবুকের সঙ্গে একটি চুক্তির বিষয়েও আলোচনা চলছে। এতে জননিরাপত্তায় ফেসবুক অপব্যবহারকারীদের ধরতে পারবে সরকার। কবে নাগাদ ফেসবুকসহ অন্যান্য মাধ্যম খুলে দেওয়া হবে- জানতে চাইলে তারানা হালিম বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন আবার সমন্বিতভাবে সিদ্ধান্ত আসবে, তখনই খুলে দেওয়া হবে। এসময় প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় দেশের প্রায় ১১ হাজার ই-কমার্স ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে বলেন, একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সাময়িক যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলা হয়নি’ উল্লেখ করে তারানা হালিম বলেন, কিছু সুবিধা বন্ধ করেছি মাত্র। তাও এগুলো সাময়িকভাবে করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর