বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টিকফা বৈঠক

টিপিপি নিয়ে ঢাকার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

এগারটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য জোট ‘ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি)’ গঠনে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটনে অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত টিকফা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ওয়াশিংটনকে উদ্দেশ করে ঢাকা বলেছে, এর ফলে যুক্তরাষ্ট্রে এবং অন্য টিপিপিভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে। দ্বিপক্ষীয় এই বৈঠকে বিশ্ববাণিজ্য সংস্থার বালি প্যাকেজ অনুযায়ী বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা কার্যকর করার ব্যাপারেও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়। এ ব্যাপারে বৈঠকে বলা হয়, আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলো এশিয়ার স্বল্পোন্নত       দেশগুলোর চেয়ে বেশি সুবিধা পায় এবং এর ফলে বাংলাদেশ বাজার-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, ২৩ নভেম্বর অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি। উদ্বোধনী বৈঠকে জিএসপি’র কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও পোশাক কারখানার মানোন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন মাইকেল ডিলানি। তিনি তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এই সম্ভাবনা কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এগিয়ে আসবে। বৈঠকে শ্রমিকের অধিকার, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ, বাজার সুবিধা, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ, বালি প্যাকেজ, রপ্তানি পণ্যের ন্যায্য মূল্য, টিপিপি, ব্লু-ইকোনমি, অবকাঠামো খাতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে ব্যাপকভিত্তিক আলোচনা হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম গঠনে বহু আলোচিত ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট’ (টিকফা) চুক্তিতে ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সই করার পর প্রথম বৈঠকটি গত বছর এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হয়। এবার ২য় বৈঠকটি হলো ওয়াশিংটনে। পরবর্তী বৈঠকটি আবারও ঢাকায় অনুষ্ঠিত হবে বলে ওয়াশিংটনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর