বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মনোনয়ন প্রত্যাশীরা ঢাকামুখী

আওয়ামী লীগ

রফিকুল ইসলাম রনি

প্রথম বারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হচ্ছে ৩০ ডিসেম্বর। নির্বাচন কমিশন ঘোষিত ২৩৪টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র জমার আর ৯ দিন বাকি। কোন প্রক্রিয়ায় পৌর মেয়রদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড, বিভাগীয় বোর্ড গঠন করা হবে নাকি জেলা না উপজেলা আওয়ামী লীগ মনোনয়নের ‘অথরিটি’ থাকবেন তা নিয়ে ধোঁয়াশায় মনোনয়নপ্রত্যাশীরা। তাই প্রচারণার পাশাপাশি এখন ঢাকামুখী হয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। তারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ নেতা, মন্ত্রী-এমপিদের অফিস এমনকি বাসাবাড়িতেও ধরনা দিচ্ছেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়, সচিবালয় ও শীর্ষ নেতাদের ব্যক্তিগত অফিস ঘুরে এমন চিত্র দেখা গেছে। এমনকি গণভবনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে যাচ্ছেন কেউ কেউ।

সরেজমিন গতকাল দেখা গেছে, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপনের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে গতকাল দেখা করতে এসেছিলেন নাটোর পৌরসভার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাশিরুর রহমান চৌধুরী (এহিয়া চৌধুরী), শফিকুল ইসলাম রমজান ও লালপুর গোপালপুরের সাইফুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের লিটনসহ প্রায় এক ডজন মনোনয়নপ্রত্যাশী নেতা। আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ধানমন্ডির বাড়িতে গতকাল সাক্ষাৎ করেন সাভার পৌরসভায় মনোনয়নপ্রত্যাশী আশরাফ উদ্দিন খান ইমু, লক্ষীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দীন চৌধুরী, জামালপুরের দেওয়ানগঞ্জের বর্তমান মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, শেরপুরের লিটনসহ প্রায় ১০ জন। দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের কারওয়ানবাজারের কার্যালয় ও সচিবালয়েও মন্ত্রীদের কক্ষে বা গেস্টরুমে একই চিত্র দেখা গেছে। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের ভিড় লেগেই আছে। রবিবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে আসা মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান বলেন, আমি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চাই। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। নাটোর থেকে মনোনয়নপ্রত্যাশী বাশিরুর রহমান চৌধুরী বলেন, কোন প্রক্রিয়ায় দলীয় প্রার্থী নির্বাচন করা হবে তা স্পষ্ট নয়। তাই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। শফিকুল ইসলাম রমজান বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলাকায় গিয়ে কাজ করতে বলেছেন। নির্বাচনী এলাকায় যার গ্রহণযোগ্যতা এবং বিভিন্ন জরিপে জনপ্রিয়তা পাওয়া যাবে দল তাকেই মনোনয়ন দেবে বলে জানিয়েছেন তিনি। লক্ষীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দীন চৌধুরী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। ১৭ বছর ইউপি চেয়ারম্যান ও ১২ বছর পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। আশা করি মনোনয়ন পাব। দলীয় সূত্র মতে, কোন প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করা হবে তা নির্ধারণ করতে দু-একদিনের মধ্যে বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বৈঠকে ১৪-দলীয় জোটের অবস্থানসহ দলের কোন পর্যায়ের নেতারা কোন দায়িত্ব পালন করবে তাও চূড়ান্ত করা হবে। বৈঠকে দলীয় প্রার্থী মনোনয়নে দলের গঠনতন্ত্রে সংশোধনী আনা প্রয়োজন হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা দেখা করতে আসেন। মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, দলীয় সভানেত্রী কোনো নির্দেশনা এখনো দেননি। কয়েকদিনের মধ্যেই বৈঠকে হবে হলে তিনি জানান। আরেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ধারণা করা হচ্ছে, আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের গঠনতন্ত্রের কিছু ধারা-উপধারায় সংশোধনী এনে কেন্দ্র থেকেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

সর্বশেষ খবর