বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তুরস্ককে সমুচিত জবাব দেব

তুরস্ককে সমুচিত জবাব দেব

রুশ যুদ্ধবিমানকে ভূপাতিত করার ঘটনায় তুরস্কের ওপর ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের দোসররা’ আমাদের পিঠে ছুরি  মেরেছে। এর পাল্টা জবাব তুরস্ক পাবে। এদিকে সিরিয়া-তুরস্ক সীমান্তে গুলিতে ভূপাতিত রুশ যুদ্ধবিমানটির দুই পাইলট জীবিত আছেন বলে জানিয়েছেন পুতিন। এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, ভূপাতিত বিমানটির দুই পাইলট  বেরিয়ে আসতে সক্ষম হলেও বিদ্রোহীদের গুলিতে তাদের একজন নিহত হন। পুতিন গতকাল রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেন, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলটই জীবিত আছেন। তারা ‘সুস্থ ও নিরাপদ’ আছেন। ১২ ঘণ্টা অভিযান চালিয়ে দ্বিতীয় পাইলটকে উদ্ধার করা হয়। ওই পাইলটকে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। এদিকে তুরস্কের গুলিতে ভূপাতিত রাশিয়ার যুদ্ধবিমানের পাইলটসহ আরোহীদের উদ্ধারে গিয়ে গতকাল দেশটির একজন মেরিন সেনা নিহত হয়েছেন। গতকাল তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, তুরস্ক রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় তারা দেশটির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছেন না। তবে ইচ্ছাকৃত তুরস্ক এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি মন্তব্য করেন। এএফপি, দ্য গার্ডিয়ান অনলাইন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর