বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

নির্বাচনে যাওয়ার ‘নীতিগত’ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পৌর নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গতকাল চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রাত ৯টায় বেগম খালেদা জিয়ার সঙ্গে ২০-দলীয় জোটের বৈঠক হবে। বৈঠক শেষে জোটের পক্ষে নির্বাচনের বিষয়ে জানানো হবে সিদ্ধান্ত। গতকাল রাতে দলের স্থায়ী কমিটিসহ জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। দুই ঘণ্টা বৈঠকের পর রাত ১১টা ১০ মিনিটে গুলশান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিপন বলেন, পৌর নির্বাচন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে কর্মকৌশল পার্টি চেয়ারপারসনের ওপর অর্পণ করা হয়েছে। দলের চেয়ারপারসন দ্রুতই সিদ্ধান্ত জানাবেন। এদিকে পৌর নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। সে ক্ষেত্রে কবে নাগাদ সিদ্ধান্ত জানানো হবে, প্রশ্ন করা হলে রিপন বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দেওয়ার সময় শুরু হয়ে গেছে। এখনো আরও কিছুদিন বাকি আছে। নিঃসন্দেহে মনোনয়নপত্র জমার শেষ দিনের আগেই দলের চেয়ারপারসন তার সিদ্ধান্ত জানাবেন। গতকাল রাতে গুলশানের কার্যালয়ের বৈঠকে আসন্ন পৌর নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম, জাতীয় কাউন্সিল, দলের পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়। রিপন বলেন, পৌর নির্বাচনের পক্ষে-বিপক্ষে নেতৃবৃন্দ তাদের মতামত দিয়েছেন। চেয়ারপারসন নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শুনেছেন। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তিনি দেননি। নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এর ঠিক দুই দিন পরই ২ জানুয়ারি দেশের প্রায় ৫০ লাখ ভোটার নতুন করে অন্তর্ভুক্ত হওয়ার কথা। এসব বিষয় সিনিয়র নেতারা আলোচনায় তুলে ধরেছেন। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজ উদ্দিন আহমদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর