শিরোনাম
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিজামী-মুজাহিদের প্লটের বরাদ্দ বাতিল হচ্ছে

নিজামুল হক বিপুল

এক মাসের মধ্যেই বাতিল হচ্ছে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নামে রাজউকের বরাদ্দ দেওয়া পাঁচ কাঠার প্লট। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর প্লটও বাতিল হচ্ছে। জাতীয় অবদানের জন্য বিগত বিএনপি-জামায়াত জোট এরপর  সরকারের আমলে এই দুই যুদ্ধাপরাধীর নামে প্লট বরাদ্দ করে তৎকালীন সরকার। তাদের নামে বরাদ্দ দেওয়া এসব প্লট বাতিলের জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের প্লটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এক মাসের মধ্যেই তাদের প্লট বাতিল করা হবে। তাদের মতো চিহ্নিত আর কোনো রাজাকারের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে কি-না, খতিয়ে দেখা হচ্ছে তাও। তথ্যপ্রমাণ পাওয়া গেলে সেগুলোও বাতিল করা হবে। মোশাররফ হোসেন বলেন, ‘যে যখন ক্ষমতায় থাকে তখন বিভিন্ন ক্যাটাগরিতে রাজউক থেকে প্লট বরাদ্দ নিয়ে থাকে। নিজামী ও মুজাহিদ যে ক্যাটাগরিতে প্লট বরাদ্দ নিয়েছেন, সেটি হচ্ছে জাতীয় অবদানের জন্য। তৎকালীন বিএনপি সরকার জাতীয় অবদানের জন্য তাদের নামে প্লট বরাদ্দ দেয়। কিন্তু তাদের জাতীয় অবদান কী সেটি আমরা খুঁজে পাইনি। বরং আমরা দেখেছি, তারা মানুষ হত্যা করেছেন, দেশের বিরোধিতা করেছেন। এগুলো হচ্ছে তাদের জাতীয় অবদান!’ জানা গেছে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নামে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে উত্তরায় পাঁচ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। সেখানে তিনি ছয়তলা ভবন নির্মাণ করেন। একই আমলে নিজামীর নামেও একটি প্লট বরাদ্দ দেয় রাউজক। এই দুই চিহ্নিত যুদ্ধাপরাধীর মধ্যে সর্বোচ্চ আদালতের রায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়। আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি চলছে। শিগগিরই এ মামলার আপিলের রায়ও হবে বলে আশা করা হচ্ছে। মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে মুজাহিদ ও নিজামীসহ যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের নামে বরাদ্দ দেওয়া রাউজকের প্লট বাতিলের। বিষয়টি আমলে নিয়ে সরকারও খতিয়ে দেখছে কীভাবে তাদর প্লটের বরাদ্দ বাতিল করা যায়। ইতিমধ্যে রাজউকের পক্ষ থেকে নিজামী, মুজাহিদ ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্লটের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, যেহেতু জামায়াতের এই দুই নেতার জাতীয় কোনো অবদান নেই, সে কারণে এক মাসের মধ্যে তাদের প্লট বাতিল করা হবে। তবে কেউ যদি প্লটে ভবন নির্মাণ করে ফেলেন, আর যদি তা বিক্রি করে ফেলেন, তবে যে অংশটুকু বরাদ্দকারীর নামে থাকবে, ততটুকু বাতিল করা হবে।

সর্বশেষ খবর