শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বৈঠকে সিদ্ধান্ত

পৌর নির্বাচনে যাচ্ছে ২০ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ জন্য প্রত্যেক নির্বাচনী এলাকায় একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দলগুলো। গত রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০-দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। দায়িত্বশীল সূত্র খবরের সত্যতা নিশ্চিত করেছে।

বৈঠক শেষে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, এটা ছিল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ২০-দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ। তবে এ সময় পৌর নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটের নেতারা খালেদা জিয়ার ওপর দায়িত্ব দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিপন বলেন, জোটগতভাবে এ নির্বাচনে যাওয়ার সুযোগ আছে কিনা, আর জোটভুক্ত দল বিএনপির প্রতীক ব্যবহার করবে কিনা, তা নিয়ে আইনি ব্যাখ্যার দাবি রাখে। বৈঠকসূত্র জানায়, পৌর নির্বাচনে প্রত্যেক পৌরসভায় ২০ দলের একক প্রার্থী থাকবে। কোনো দল থেকে প্রার্থী মনোনীত হলে বাকি জোটভুক্ত দলগুলো তাকে সমর্থন জানাবে। শরিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির কাছে জমা দেবে। শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়িত হবে, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জোটের এক নেতা। বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানসহ ২০-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর