শিরোনাম
শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মোদির আমন্ত্রণে চায়ের আসরে সোনিয়া মনমোহন

কলকাতা প্রতিনিধি

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চা খাওয়ার দাওয়াতে অংশ নিলেন। গতকাল রাতে নয়াদিল্লির রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই চা-চক্রের আসর বসে। গত বছরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এই প্রথম মোদি-সোনিয়া দুজনেই মুখোমুখি বসলেন। তবে এ বৈঠকে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে দাওয়াত দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চা-চক্র হলেও আসল উদ্দেশ্য হলো পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিল, জমি অধিগ্রহণ বিল, রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিলসহ বকেয়া বিলের ভবিষ্যৎ ঠিক করা। কারণ জিএসটি বিলটি লোকসভার অনুমোদন আদায় সম্ভব হলেও রাজ্যসভায় সংখ্যালঘু হওয়ার দরুন বিলটি পাস করাতে পারেনি মোদির সরকার। আগামী আর্থিক বছরে এই আইন কার্যকর করতে হলে এ অধিবেশনেই শেষ সুযোগ মোদি সরকারের সামনে। তাই চা খেতে খেতেই কংগ্রেসের এই শীর্ষ দুই নেতার সঙ্গে বৈঠকেই এই বিলগুলোকে পাস করিয়ে নেওয়ার ব্যাপারে কংগ্রেসের সমর্থন আদায় করে নেওয়া। বৈঠকে অর্থমন্ত্রী অরুণ জেটলি ও সংসদীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু অংশ নেন। একদিন আগেই দেশের মঙ্গলের জন্য জিএসটি বিল পাসের আবেদন জানিয়েছেন মোদি। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলিও বলেন, জিএসটি বিল পাসের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সবার সঙ্গেই সংলাপে বসতে ইচ্ছুক। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কোনো প্রকারের জড়তা নেই। সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু জানান, ‘সাক্ষাৎপর্বটা খুবই ফলপ্রসূ হয়েছে।’

সর্বশেষ খবর