শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কবর থেকে জাপানি নারীর লাশ তুলে ময়নাতদন্ত

নিজস্ব প্রতিবেদক

জাপানি নারী হিরোই মিয়াতোর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে গতকাল সকালে কবর থেকে তার লাশ উত্তোলন করেছে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিয়া জানান, আদালতের নির্দেশে সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মিয়াতোর লাশ উত্তোলন করা হয়। হাসপাতাল সূত্র জানায়, দুপুরে ঢামেক মর্গে জাপানি নারীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ লাশ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ জানান, লাশটি গলে যাওয়ার কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে রাসায়নিক ও প্যাথলজি পরীক্ষার জন্য লিভার, মগজ ও হার্টের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য তার হাত, পায়ের নখ এবং চুল সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছিলেন জাপানি নাগরিক হিরোই মিয়াতো। পরে ওই নারীকে মুসলিম পরিচয়ে উত্তরার একটি কবরস্থানে দাফন করা হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর