শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যাংক হবে গ্রাহকবান্ধব

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক হবে গ্রাহকবান্ধব

ছুটির দিনে গতকাল ব্যাংকিং মেলায় সাধারণ গ্রাহকের ভিড় ছিল লক্ষণীয়। বাংলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গ্রাহকদের কথা শুনলেন। মেলা পরিদর্শনে এসে তিনি বিভিন্ন ব্যাংকের স্টল ঘুরে দেখেন। গভর্নরকে পাশে পেয়ে অনেকে তার সঙ্গে ব্যাংকিং সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেন। মনোযোগ দিয়ে তিনি সবার কথা শোনেন। আতিউর রহমান সাধারণ মানুষের জন্য গ্রাহকবান্ধব ব্যাংকের প্রতিশ্রুতি দেন। পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলার শুক্রবার ছিল চতুর্থ দিন। সাপ্তাহিক বন্ধের দিন থাকায় দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মেলায় আসতে দেখা গেছে। মেলায় অংশগ্রহণকারীরা ব্যাংকিংয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় ব্যাংকারদের কাছ থেকে জানেন। পাশাপাশি ব্যাংকিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতাও বিনিময় করেন। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে, মার্কেন্টাইল ব্যাংক গ্রাহকদের সুবিধা বিবেচনা করে আকর্ষণীয় স্টল সাজিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর