রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বগুড়ায় শিয়া মসজিদে গুলি

সাত দিনের রিমান্ডে জেএমবির জুয়েল আনোয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুরের চককানু গ্রামের শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জিম হোসেন নিহত ও ইমামসহ তিনজন আহত হওয়ার ঘটনায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাধারণ মানুষের আতঙ্ক কাটেনি। এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বগুড়া ও জয়পুরহাট সড়কে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল বৃদ্ধি করেছেন। শিয়া মুসল্লিরা মসজিদে শনিবারও নামাজ আদায় করেননি। এদিকে বৃহস্পতিবার রাতে আটক জেএমবির সংগঠক আনোয়ার হোসেন (৫৫) ও জুয়েল মিয়াকে (২০) সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ ও র‌্যাব-১২ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে আর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। শিয়া মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জিম হোসেন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন শিয়া অনুসারীরা। জানা যায়, বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের শিয়া মসজিদে মাগরিবের নামাজ শেষে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণে মসজিদের মুয়াজ্জিন নিহত ও ইমামসহ তিনজন আহত হন। পুলিশ ঘটনার পরই দুজনকে আটক করে এবং পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ, ঘটনার বিশ্লেষণ ও অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু করেন। এ অভিযানে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সদস্যরা শুক্রবার রাতে তিনজনকে এবং পুলিশ শিবগঞ্জের মোলামগাড়ী এমদাদুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা সামছুল ইসলামকে গ্রেফতার করেন। র‌্যাব সদস্যরা আটকদের পরিচয় জানাননি। ঘটনার পরই আটক শিবগঞ্জের মাঝিহট্ট ইউনিয়নের সৈয়দ দামগড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৫৫) ও আটমূল ইউনিয়নের হরিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে জুয়েল মিয়াকে (২০) পুলিশ গতকাল ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিচারক সাত দিন মঞ্জুর করেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিয়া মসজিদের ইমাম শাহীনুর রহমানের কোমরে বিদ্ধ হওয়া গুলি এখনো বের করেননি চিকিৎসকরা। মুসল্লি আবু তাহেরের পা থেকে শুক্রবার গুলি বের করা হয়েছে। শিবগঞ্জের হরিপুরে অবস্থিত বাংলাদেশ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শাহিনুর রহমান জানান, শিয়া মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জিম হোসেন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ কোরআন খতম, কাল আলোচনা সভা, মঙ্গলবার মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা। এদিকে শনিবারও মসজিদে নামাজ আদায় হয়নি। তিনি আরও জানান, মসজিদের ইমামের বেতন ৫ হাজার ৫০০ আর মুয়াজ্জিনের ১ হাজার টাকা। এ বেতন দিতেন খুলনার ইসলামিয়া শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ইব্রাহিম খলিল রাজভি। মসজিদের ভারপ্রাপ্ত মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছেন উকিল মিয়া। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, শিয়া মসজিদের ইমাম শাহিনুরের কোমরে গুলি এখনো রয়েছে। গুলি বের করতে আগামী বৃহস্পতিবার তার শরীরে অস্ত্রোপচার করা হবে। এ ছাড়া শুক্রবার আবু তাহেরের ঊরু থেকে একটি গুলি বের করা হয়েছে। বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, আটকদের মধ্যে আনোয়ার হোসেনের জেএমবির সক্রিয় সদস্য হিসেবে প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে আটক আনোয়ার ও জুয়েলকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাত দিন মঞ্জুর করেন। এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর