শিরোনাম
সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়া আজ আদালতে যাবেন

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ নিম্ন আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের একজন সদস্য জানান, আজ সকাল ১০টায় বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেবেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ এ সম্পর্কে বলেন, হাইকোর্টের  নির্দেশ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন। ইতিমধ্যে নাইকো মামলা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ বিচারাধীন। চলতি বছরের ১৮ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতের ‘নাইকো মামলা স্থগিত সংক্রান্ত আদেশ’ বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ রায় হাতে পাওয়ার দুই মাসের মধ্যে নিম্ন আদালতে খালেদা জিয়াকে হাজির হওয়ারও নির্দেশ দেন আদালত। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সর্বশেষ খবর