সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বগুড়ায় শিয়া মসজিদে গুলি

তিন দিন পর নামাজ শুরু, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর-চককানু গ্রামে শিয়া মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি বর্ষণ ঘটনার রহস্য উন্মোচনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিয়া অনুসারীদের মসজিদে নতুন করে ভারপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব নেওয়ার পর গতকাল জোহর থেকে নামাজ আদায় শুরু হয়েছে। শিয়া অনুসারীদের ইমামবারা ও মসজিদ এলাকায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হরিপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বগুড়ার শিবগঞ্জের হরিপুুরে শিয়া মসজিদে গুলিতে মুয়াজ্জিন নিহত ও ইমামসহ তিন মুসল্লি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রধান করা হয়ছে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলকে। এ কমিটিতে রয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল), জেলা গোয়েন্দা পুলিশের ওসি এবং শিবগঞ্জ থানার ওসি। জেলার নিরাপত্তা বাহিনী ছাড়াও ঢাকা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দুই সদস্যের একটি টিম বগুড়ায় এসে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় র‌্যাবের হাতে আটক তিনজনের মধ্যে শনিবার রাতে একজনকে ছেড়ে দিয়ে ওই রাতেই শাহিনুর রহমান ও রায়হান মিয়াকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ তাদের জেলহাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে শনিবার জেএমবির সংগঠক আনোয়ার হোসেন, যুবক জুয়েল মিয়াকে সাত দিনের রিমান্ড নেওয়ার পর মাদ্রাসা পরিচালক সামছুল আলমকে একই দিনে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ জেএমবির সংগঠক আনোয়ার হোসেনকে ঘিরেই বেশি তৎপর। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সেনা সদস্য ছিলেন। এর আগে জেএমবি সংগঠক হিসেবে পুলিশের হাতে গাইবান্ধায় গ্রেফতার হন। জেএমবির সদস্য হিসেবে গ্রেফতার হওয়ায় তাকে ঘিরেই তদন্ত কাজ এগোচ্ছে। আনোয়ারের মাধ্যমে ওই হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে শিয়া মসজিদে পরিষ্কার করার পর গতকাল জোহরের নামাজ আদায় হয়েছে। ভারপ্রাপ্ত নতুন ইমাম হয়েছেন শিবগঞ্জের কিচক ইউনিয়নের বিলহামলা গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মোজাফ্ফর হোসেন (৩৫) ও ভারপ্রাপ্ত মুয়াজ্জিন হয়েছেন হরিপুরের মৃত ইনদেস মিয়ার পুত্র উকিল মিয়া। তারা গতকাল জোহর থেকে নামাজ আদায় করান। শিয়া মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ আবু জাফর মণ্ডল জানান, নতুন করে ইমাম ও মুয়াজ্জিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। জোহর থেকে নামাজ আদায় শুরু হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটি কাজ শুরু করেছে। রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তদন্ত অব্যাহত রয়েছে। হরিপুর এলাকায় শিয়া মসজিদসহ আশপাশ এলাকায় নিরাপত্তার ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। পুরো ঘটনার রহস্য উদঘাটনে দিনরাত পুলিশ সদস্যরা কয়েকটি বিষয়কে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর