সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ধর্মের নামে মুসলিম ধ্বংসের পাঁয়তারা

লক্ষীপুর প্রতিনিধি

ধর্মের নামে মুসলিম ধ্বংসের পাঁয়তারা

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, মুসলমানদের ধ্বংস করতে ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে। এরা মসজিদে নামাজ আদায়ের সময় গুলি চালিয়ে নামাজি হত্যা করে, আবার দায়ভারও স্বীকার করে, সেইসঙ্গে নিজেদের মুসলমান আর জেহাদি বলে দাবি করে। এদের বিরুদ্ধে তিনি সবাইকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল দুপুরে লক্ষীপুরের মোহাম্মদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদুল হক আরও বলেন, জঙ্গি গোষ্ঠীর কয়েকজনকে ধরার পর তারা জেহাদি তথা খেলাফত কায়েম করতে চায় বলে দাবি করেছে। অথচ জানা গেছে তারা হাফপ্যান্ট পরেন, নামাজ পড়েন না। এরা মাজার শরিফ, দরবার শরিফ, পীর, মাওলানা, মসজিদে নামাজ পড়া পছন্দ করেন না। কিন্ত তারা পছন্দ করেন মানুষ হত্যা করতে। তিনি জনগণ, পুলিশ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও সরকারসহ সবাইকে মিলে দেশকে একটি নিরাপদ বাসোপযোগী সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামসহ অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন প্রমুখ।

সর্বশেষ খবর