মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

১৮০টিতে চূড়ান্ত আওয়ামী লীগের একক প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

 

আওয়ামী লীগ ১৮০টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করেছে। পূর্ণ তালিকা আজ প্রকাশ করা হবে বলে জানা গেছে। গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের ১৮ সদস্যের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের দুই দফা বৈঠকে এই প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। রাত সাড়ে ১১টায় বৈঠক মুলতবি করা হয়। আজ বিকাল ৬টায় গণভবনে মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে বাকি ৫৬টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সূত্র জানিয়েছে, ২৩৬ পৌরসভার মধ্যে ১৮০টি পৌরসভায় একক প্রার্থীর নাম গতকাল চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৬টি পৌরসভার দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করতে গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড’র ওই বৈঠক ডাকা হয়েছিল। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বৈঠক দীর্ঘ দুই ঘণ্টা চলার পর রাতের খাবারের বিরতি দেওয়া হয়। রাত পৌনে ১০টায় আবারও বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। বৈঠকে ১৮ সদস্যের বোর্ডের অধিকাংশ সদস্যই যোগ দেন। এটি ছিল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে গঠিত এই বোর্ডের প্রথম বৈঠক। জানা গেছে, দুই-তৃতীয়াংশ পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি তৃণমূল আওয়ামী লীগ। এসব পৌরসভায় মেয়র পদে দুইয়ের অধিক সংখ্যক তালিকা পাঠান তারা। তৃণমূলের দেওয়া প্রস্তাবে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আত্নীয়-স্বজনরাই প্রাধান্য পান। এ কারণে একক প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খেতে হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগকে। অবশ্য তৃণমূলের প্রস্তাব চুলচেরা বিশ্লেষণ এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করছেন দলের হাইকমান্ড।

এ বিষয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, সভা মুলতবি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আবার বৈঠক হবে। এ বৈঠকে সব প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হবে।

 

সর্বশেষ খবর