মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বর্জনের চিন্তাও আছে বিএনপির

মনোনয়নপত্র বিতরণ আজ শুরু

মাহমুদ আজহার

বর্জনের চিন্তা মাথায় রেখে দলীয় প্রতীকে আসন্ন পৌরসভা নির্বাচনে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তবে নির্বাচনের দিন প্রথম প্রহর পর্যন্ত অপেক্ষা করবে তারা। মোটামুটিভাবেও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হলে শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে পারে বিএনপি। তবে সর্বশেষ তিন সিটি নির্বাচনের মতো অভিযোগ উঠলে এক যোগে সব পৌরসভায় নির্বাচন বর্জনও করবে দলটি। দলের নীতি-নির্ধারণী একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে আজ থেকে দলীয় একক প্রার্থী মনোনয়নের প্রত্যয়নপত্র বিতরণ শুরু করবে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার‌্যালয় থেকে এ প্রত্যয়নপত্র বিলি আগামীকালের মধ্যেই সম্পন্ন করবে দলটি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পৌর নির্বাচন বর্জনে আগাম কিছু বলা যাবে না। পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করবে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি-না। প্রার্থী যাচাই-বাছাই প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির একক প্রার্থী প্রায় চূড়ান্ত। জোটের কিছু প্রার্থী নিয়ে চেয়ারপারসন কাজ করছেন। শিগগিরই তা চূড়ান্ত হবে। জানা যায়, একক প্রার্থী নির্ধারণে এখনো হিমশিম খাচ্ছে বিএনপি। গতকাল পর্যন্ত দলের প্রায় ৮০ ভাগ একক প্রার্থী চূড়ান্ত করতে পেরেছে বলে দলের দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন। আজ বাকি ২০ ভাগসহ জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। এ নিয়ে গতকাল রাতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জোটের প্রার্থী তালিকাও চেয়ারপারসনের কাছে দেওয়া হয়েছে। সর্বোচ্চ ২৫টি পৌরসভায় জোটের প্রার্থীকে বিএনপি ছাড় দিতে পারে। এর মধ্যে জামায়াতকে ১৫ থেকে ২০টি আর বাকিগুলো জোটের অন্য শরিকদের দেওয়া হতে পারে। বরিশালের মুলাদী পৌরসভা বিএনপির একক প্রার্থী হারুন আল রশীদ খান জানান, তাকে আগামীকাল মনোনয়নের প্রত্যয়নপত্র নিতে গুলশান কার‌্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। সূত্র জানায়, দলের একক প্রার্থীদের গতকালই ঢাকায় থাকতে বলা হয়েছে। প্রার্থীদের বড় অংশই ঢাকায় অবস্থান করছেন। আজও অনেকেই ঢাকায় এসেছেন। প্রার্থীদের অনেকেই ভোটার লিস্ট অনুযায়ী নাম ও ভোটার আইডিসহ গুলশান কার‌্যালয়ে জমা দিয়েছেন। চূড়ান্ত হওয়া প্রার্থীদের বিএনপির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত মনোনয়নের প্রত্যয়নপত্র বিলি করা হবে। তবে দলের বিকল্প প্রার্থীর চিন্তাও মাথায় রাখা হচ্ছে। তাদের কোনো প্রত্যয়নপত্র দেওয়া না হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে বলা হয়েছে। প্রার্থীদের সঙ্গে জেলা ও মহানগর বিএনপির দায়িত্বশীল নেতাদেরও থাকতে বলা হয়েছে। আগামীকালের মধ্যেই দল ও জোটের একক মনোনয়নপত্র চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।  

 বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, একক প্রার্থী চূড়ান্ত করতে ৫ স্তরে মতামত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পৌর কমিটির মতামত, জেলা কমিটির মতামত, স্থানীয় সাবেক এমপি-মন্ত্রীর পছন্দ, কেন্দ্র থেকে পৃথক তালিকার পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের তালিকা ধরেই একক প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে। কারও একক পছন্দ বা অপছন্দকে প্রাধান্য দেওয়া হবে না। একক প্রার্থী নির্ধারণে গতকাল দিনভর ব্যস্ত ছিলেন দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা মো. শাহজাহান। তার সঙ্গে ছিলেন দলের সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ। এ প্রসঙ্গে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির প্রার্থী তালিকা বাছাই শেষ পর‌্যায়ে। চেয়ারপারসনের নির্দেশে সারা দেশে একক প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। দু-একদিনের মধ্যেই সংশ্লিষ্টদের মনোনয়নের প্রত্যয়নপত্র দেওয়া হবে।

সর্বশেষ খবর