বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ

মাগুরায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

মাগুরা প্রতিনিধি

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ১৭ জনের নামে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক গতকাল দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল আদালতে এ চার্জশিট দাখিল করেন।

ইমাউল হক জানান, হত্যা ও মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় প্রথমে মোট ১৬ জনকে আসামি করে বাদী পক্ষ মামলা করেন। পরে আটক আসামিদের  স্বীকারোক্তিতে নতুন করে তোতা, আয়নাল ও মুন্না নামে ৩ আসামির নাম অন্তর্ভুক্ত হয়। এ ১৯ আসামির মধ্যে নাম পরিচয় ভুলের কারণে রানা নামে একজনের নাম বাদ পড়ে। এ ছাড়া মামলার ২ নম্বর আসামি আজিবর শেখ বন্দুকযুদ্ধে নিহত হন। ৪ মাস তদন্ত শেষে গতকাল আদালতে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। প্রসঙ্গত, ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভ‚ইয়া নামে একজন নিহত হন। এ সময় গর্ভের শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত মোমিন ভুইয়ার ছেলে রুবেল ২৬ জুলাই তার বাবা মোমিন খুন, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনা উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলার ১৭ আসামির মধ্যে মুজিবর, তোতা, আয়নাল ও মুন্না নামের চারজন পলাতক, বাকি ১৩ জন জেলহাজতে রয়েছে।

সর্বশেষ খবর