বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিস্ফোরক মামলা

রংপুরে সাত শিবির নেতা-কর্মীর ২০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিস্ফোরক মামলায় কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীর প্রত্যেককে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন রংপুরের একটি আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। এ ছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর  সশ্রম কারাভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তরা হলেন- আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহেদী হাসান ওরফে তাওহীদ ইকবাল সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিরুল ইসলাম ওরফে আবদুল্লাহ ও ময়নুল ইসলাম। আদালতের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম বলেন, রায় ঘোষণার সময় আসামি আহসান হাবীব ও মোস্তফা কামাল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। দণ্ডিতরা সবাই কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মী।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ মার্চ গভীর রাতে নগরীর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের পাশে  ‘অনি-অমি’ নামের একটি ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ হাতবোমা, বিস্ফোরক দ্রব্য, পেট্রলভর্তি সেভেনআপের বোতল ও লোহার রডসহ আহসান হাবীব ও মোস্তফা কামালকে আটক করা হয়। পরদিন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোখতারুল আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই বছরের ২৬ মে শিবিরের আহসান হাবীব ও মোস্তফাসহ সাতজনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

সর্বশেষ খবর